এবার শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইন ও রাশিয়ার দুই সাংবাদিক

- আপডেট সময় : ০৮:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
২০২১ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, মতপ্রকাশের স্বাধীনতা- যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত– তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো। শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেয়া হলেও শান্তি পুরস্কারের ঘোষণা দেয়া হয় নরওয়ের অসলো থেকে। মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপাইনের ম্যানিলায়। তিনি ফিলিপিনো-আমেরিকান সাংবাদিক ও লেখক। এছাড়া রেপলার নামক একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতাও তিনি। আর দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভের জন্ম রাশিয়ার সামারায়, ১৯৬১ সালে। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং নোভায়া গেজেতা নামক একটি সংবাদপত্রের এডিটর ইন চিফ।