এবার কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এবার কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত।
রোবাবার পাকিস্তান সফরে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি কাশ্মীর এবং বর্তমানে ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং দু’দেশকে আরো সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ভারত ও পাকিস্তান দ্বি-পাক্ষিক সমস্যাগুলো নিজেরাই মিটিয়ে নেবে এবং এ ব্যাপারে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করা হবে না। এর আগে একই ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবারই পাকিস্তান আলোচনায় রাজি থাকলেও নারাজ ভারত।