এবার ঈদে সড়কের জন্য কোথাও যানজট হয়নি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এবার ঈদে সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, অব্যবস্থাপনার কারণে উত্তরের সড়কে কিছুটা যানজট হয়েছে বলে জানান তিনি।
সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণে আদেশ থাকলেও তা লঙ্ঘন করে হাইওয়েতে মোটরসাইকেল দেখা গেছে। আর অনিয়ন্ত্রিত মোটরসাইকেলের কারণেই হাইওয়েতে বেশিরভাগ দুর্ঘটনা হয়। চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী বছরের শেষ দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।





















