এবার ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
মোহাম্মদ সাইফুদ্দিনের পর এবার ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল তার। এরপর থেকেই ছিলেন বিশ্রামে। গতকাল বিসিবি জানায়, সাকিবের বিশ্বকাপ শেষ।
দলের সঙ্গে দুবাইয়ে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সাকিবের বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগে। পরীক্ষা করে দেখা যায় গ্রেড-১ মাত্রার ইনজুরি। বিশ্বকাপের পরের দুই ম্যাচে তিনি আর খেলতে পারবেন না।’ সাকিবের পরিবর্তে নতুন কাউকে স্কোয়াডে নেওয়ার সুযোগ নেই। আইসিসির বায়ো সিকিউর বাবলের নিয়ম অনুযায়ী, নতুন ক্রিকেটারকে অন্তত ছয় দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। অথচ ছয় দিনের আগেই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ।

 
																			 
																		



















