এবছর হজের প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে : ধর্মমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ৩৭৫৫ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, গতবছর হজ প্যাকেজের মূল্য ছিল বেশি। তবে এবছর হজের প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে, এবছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮৪ হাজার হাজি হজ পালন করতে যাবেন।
দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিপিডিসি’র তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখরসহ অনেকেই।





















