এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

- আপডেট সময় : ০৯:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠনের নেতা–কর্মীরা। দ্রুত তার অপসারণ চেয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তারা। এ সময় এফডিসি’র এমডির কুশপুত্তলিকাও পুড়িয়েছেন বিক্ষুব্ধরা।
সমাবেশে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ অমান্য করে এমডি তাদের এফডিসিতে ঢুকতে দেননি। তাকে অপসারণ কতে হবে। তিনি থাকলে পরিচালক সমিতি কোনো কাজ করবে না বলে হুমকি দেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিলেন চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা। তাঁর কারণে নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ ১৭ সংগঠনের কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেনি। এতে ক্ষোভ জানান চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ ১৭ সংগঠনের সবাই।