এফএ কাপের ম্যাচে মাঠের লড়াইয়ে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
এফএ কাপের ম্যাচে মাঠের লড়াইয়ে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে রাফ রাগনিকের দল।
ওল্ডট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটমিনাইয়ের হেডে লিড নেয় রেড ডেভিলরা। পাল্টা জবাব দিতে চেষ্টার কোনো কমতি রাখেনি অ্যাস্টন ভিলা। একের পর এক আক্রমণে কাপন ধরিয়ে দেয় ম্যানইউ রক্ষণে। কিন্তু অ্যাস্টন ভিলাকে ম্যাচে ফিরতে দেননি রেড ডেভিল কিপার ডেভিড ডি গিয়া। দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের জালে বল জড়ায় জেরার্ডের দল। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল। মাঠের লড়াইয়ে পিছিয়ে থেকেও ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।