এফএ কাপের ভিন্য ম্যাচে মাঠে নামবে চেলসি ও লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অন্যদিকে এফএ কাপের ভিন্য ম্যাচে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও লিভারপুল। রাত ১টা ১৫ মিনিটে চেলসির প্রতিপক্ষ লুটন টাউন। এবং নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।
ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে হারের পর এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় চেলসি। তবে ইঞ্জুরির হানা ব্লুজ শিবিরে। ইঞ্জুরিতে পড়ে এ ম্যাচে অনিশ্চিত হাকিম জিয়েচ ও বেন চিলওয়েল। প্রতিপক্ষ কঠিন হলেও এ ম্যাচে দারুণ কিছু করে দেখাতে চায় চ্যম্পিয়নশিপে শেষ ৩ ম্যাচে জয় পাওয়া লুটন টাউন।অন্য ম্যাচে নরউইচ সিটিকে আতিথেওতা দেবে লিভারপুল। ১০ বছর পরে ইংলিশ লিগ কাপের শিরোপা জিতে ফুরফুরে মেজাজে ক্লপের শীষ্যরা। শেষ ১৮ দিনে ৬ ম্যাচ খেলা লিভারপুল মাঠে নামতে পারে একাধিক পরিবর্তন নিয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে।










