এফএ কাপের ভিন্ন ম্যাচে জিতেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও টটেহনাম হটস্পার
- আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
এফএ কাপের চতুর্থ রাউন্ডের ভিন্ন ম্যাচে জিতেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও টটেহনাম হটস্পার। তৃতীয় রাউন্ড নিশ্চিতের মিশনে ফুলহামকে ৪-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।৩-১ ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে জিতেছে টটেনহাম। আর অতিরিক্ত সময়ের গোলে প্লেমাউথ আরগিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি।
এ যেন এক অন্য ম্যান সিটি। ম্যান ইউ, আর্সেনাল সেখানে ধুঁকছে সেখানে মাঠের লড়াইয়ে উড়ছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংব এফএ কাপ সব খানেই ম্যান সিটির জয়জয় কার। এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে এবার ফুলহামকে ৪-১ গোলে হারিয়ে আরও বিধ্বংসী ম্যানচেস্টার সিটি।
তবে, ফুলহামের লিডে শুরুটা হতাশার ম্যান সিটি, আক্ষেপেরও বটে। ঠিক যেন ঝড়ের আগে ধমকে যাওয়া আকাশ।
হয়েছেও তাই। দুই মিনিট বাদে গুন্দোয়ান ম্যাজিকে সমতা, ১৩ মিনিটে সিটিজেনদের লিড,জন স্টোনিসের কল্যাণে। লন্ডভন্ড ফুলহাম শিবির।
দ্বিতীয়ার্ধে আরও পরিণত গার্দিওলার দল। যার নেপথ্যে এক রিয়াদ মাহারেজ। এই আলজেরিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় ম্যান সিটির।
রিয়াদ মাহারেজের মতো চমক দেখিয়েছেন টটেনহামের হেরি কেইন। ম্যাচের ১৩ মিনিটে ব্রাইটনকে স্তব্ধ করে দেন ইংলিশ তারকা। ২৪ মিনিটে ব্যবধানে দিগুন টটেনহামের আত্মঘাতী গোলে।
বিরতির পর এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় ব্রাইটন। তবে, শেষ রক্ষা হয়নি। ৩ মিনিট বাদে শোকে রূপ নেয় ব্রাইটনের উৎসব। হ্যারি কেইনের আরও এক গোলে চতুর্থ রাউন্ডের বাধা টপকায় টটেনহাম হটস্পার।










