এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। লুটন টাউনকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা।
ঘরের মাঠে ২৭ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। গোল করে জাপানিজ স্ট্রাইকার তাকুনি মিনামিনো। ১২ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে লিড দিগুন করে তাকুনি। ৭৬ মিনিটে ব্যাবধান কমালেও হার এড়াতে পারেনি নরউইচ সিটি। এদিকে, পঞ্চম রাউন্ডের ম্যাচে চেলসির দারুণ পরীক্ষা নেয় দ্বিতীয় সারির দল লুটন টাউন। লুটনের রিচ বুর্কে ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটে চেলসির সাউল নিগুয়েজ গোল করে সমতায় ফেরায় দলকে। বিরতিতে যাওয়ার আগে হ্যারি করনিকের গোলে আবারও এগিয়ে যায় লুটন। ৬৮ মিনিটে টিমো ভের্নার গোলে আবার সমতায় ফেরে চেলসি। ৭৮ মিনিটে রোমেলু লুকাকু এগিয়ে দেয় দলকে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে টুখোলের শীষ্যরা।










