এপ্রিল থেকে জুন মাসে করোনা সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এপ্রিল থেকে জুন মাসে করোনা সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা করে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি ৩টি নির্দেশনাও দিয়েছেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী । বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে নিয়মিত বৈঠকে বসেন মন্ত্রিপরিষদ সদস্যরা। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের করোনা পরিস্থিতি ও প্রতিষেধক নিয়ে এসময় আলোচনা হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে ১৭ মে’র আগে বিশ্ববিদ্যালয়গুলোর ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।
পরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সবাইকে টিকা নেয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কড়া হুঁশিয়ারী দেন।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক ভালো।
বৈঠকে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী