এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অসহযোগ কর্মসূচি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খানকে অপসারণসহ ৪ দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এনবিআর কার্যালয়ে এই অসহযোগ কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। এছাড়া, আগামী ২৪ এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স ও কাস্টমস বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবতি চলবে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।