এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলার সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
সকালে কমিশনের সভায় অনুসন্ধান শেষে সাহেদের বিরুদ্ধে মামলাটির অনুমোদন দেয়া হয়। শিগগিরই দুদক এ মামলাটি দায়ের করবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, এনআরবি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে গতবছর থেকেই দুদকে অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। অনুসন্ধান প্রতিবেদন বলা হয়, এই ঋণ কেলেঙ্কারির ঘটনাটি ঘটেছে ২০১৪ সালে। বিনা জামানতে এনআরবি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ পাস হয়। পাস হওয়া ঋণের টাকায় লোক দেখানো ১ কোটি টাকার তিনটি এফডিআর করানো হয়। বাকি ১ কোটি টাকা কখনো পরিশোধ হয়নি। সুদসহ সাহেদের কাছে এখন পাওনা হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা। যা ব্যাংকে পরিশোধ না হওয়ায় আত্মসাতের অভিযোগে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছে।