এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে জরিমানা

- আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনা মূলক কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটির মোহাম্মদপুর ঈদগাহ মাঠে জনসচেতনতায় নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান মেয়র। পরিত্যাক্ত জিনিসপত্র বাসা বাড়ীর সামনে রাখলেই পরিস্কার করবে সিটি কর্পোরেশন-এমনটাই জানালেন মেয়র আতিক। দুপুরে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনিই ভাঙছে আক্রান্তের রেকর্ড। জুন মাসের তুলনার এ মাসের প্রথম ২৪ দিনে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে চার গুণেরও বেশি। এমন পরিস্থিতে নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন স্থানে লার্ভা বিরোধী অভিযান চালানো হচ্ছে। যদিও প্রয়োজনের তুলনায় এ তৎপরতা কম বলেই মনে করে নগরবাসী।
মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে দুপুরে কার্যক্রম পরিদর্শনে যান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
এডিস মশার বংশ বিস্তার রোধে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতন কার্যক্রমে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব মোশাররফ করিম।
এ সময় উত্তর সিটির ২৯,৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সতর্ক করেন তিনি। জন সচেতনতার ওপর জোর দেন সিটি মেয়র।
এডিস মশার উৎপত্তিস্থল অফিস আদালত ও বাসা বাড়ীর পরিত্যক্ত আবর্জনা। নাগরবাসীকে নিজ উদ্যোগে আঙ্গিনা থেকে এসব আবর্জনা সরিয়ে রাখতে হবে সড়কে ওপর। তার পরই সিটি কর্পোরেশনের কর্মীরা ঐসব ময়লা আবর্জনা তুলে নিবে।
ডেঙ্গু পরীক্ষার জন্য উত্তর সিটিতে ৪৪টি কেন্দ্র খোলা হয়েছে। চিকিৎসায় নির্ধারিত ৬টি হাসপাতালে ডেঙ্গু রোগীকে নেয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি মেয়র।