এখনো দেশে আসেনি রকেট হামালায় নিহত প্রকৌশলী হাদিসুরের মরদেহ
- আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দেশে ফিরেছেন ইউক্রেনের বন্দরে রকেট হামালায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজের ২৮ নাবিক। রুমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে দুপুরে ঢাকা এসে পৌঁছান তারা। তবে, হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ এখনো আনা সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ বিভাগের জিএম বদিউজ্জামান জানান, সুবিধা মতো সময়ে হাদিসুরের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
এই শোক এক ভাই হারা ভাইয়ের….এই আর্তনাদ স্বজন হারাবার।
আদরের সন্তানকে শেষ বিদায় জানাবার প্রত্যাশায় কান্নায় ডুকরে উঠেন হাদিসুরের মা-বাবা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে, ইউক্রেনে আটকা পড়ে — বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৯ নাবিক।
২ মার্চ রাতে রাশিয়ার হামলার শিকার হলে জাহাজের থার্ড ইঞ্চিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরে ২৮ জন নাবিককে পাশের দেশ রোমানিয়ায় নিরাপদ আশ্রয়ে নেয়া হয়।
সরকারের নানা কূটনৈতিক তৎপরতায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি একটি বিমান রোমানিয়ার-রাজধানী
বুখারেস্ট থেকে ইস্তাম্বুল-দুবাই হয়ে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে হামলার শিকার নাবিকরা।
যুদ্ধের কারণে ইউক্রেন স্থলসীমার নৌ চ্যানেল রাশিয়া বন্ধ করে দেয়ায় সে দেশটি থেকে রেব হতে পারেননি তারা।
এসময় অতর্কিত হামলার বর্ণনা দেন জিএম নূরে আলম । তবে, দেশে ফিরতে পেরে আনন্দিত তিনি।
জীবিত নাবিকরা ফিরলেও এখনো দেশে আনা সম্ভব হয়নি নিহত হাসিদুর রহমানের মরদেহ। তবে শিগগিরই সুবিধামত সময়ে দেশে আনা হবে বলে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিএম বদিউজ্জামান।
গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউক্রেনের জলসীমানা আটকা পড়ে বাংলার সমৃদ্ধি’র নামে জাহাজটি।










