এখনই আইসিসি সভাপতি হতে আগ্রহী নন সৌরভ গাঙ্গুলি
- আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
এখনই আইসিসি সভাপতি হতে আগ্রহী নন সৌরভ গাঙ্গুলি। আপাতত বিসিসিআইয়ের সভাপতি হিসেবে কাজ করতে চান সাবেক ভারতীয় অধিনায়ক। সৌরভ জানান, এখনই বিসিসিআই ছাড়তে চান না।
এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়ার অনুমতি পাবেন কিন না সে বিষয়েও কিছু জানেন না সৌরভ। তাই আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য এই মুহূর্তে তেমন কিছুই ভাবছেন না ভারতের সাবেক এই অধিনায়ক। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সৌরভ। বৈশ্বিক আসরটি বাতিল হলেও আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এদিকে, আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী। বিরাট কোহলির নেতৃত্বেই নিজেদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জয় করেছে ভারত। তবে সেই সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সৌরভ গাঙ্গুলির মতে, অধিনায়ক কোহলির আসল পরীক্ষা এবার। অস্ট্রেলিয়া সফরকে কোহলির নেতৃত্বের জন্য বিশ্বকাপের চেয়েও বড় মনে করেন সৌরভ।
















