এক সপ্তাহের ব্যবধানে সিলেটে দুই দফা ভূমিকম্প
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৫৬ বার পড়া হয়েছে
 
এক সপ্তাহের ব্যবধানে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম এবং এক মিনিট পর আবার ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে বহুতল ভবন, মার্কেট, অফিস থেকে নেমে আসেন নগরীর মানুষ। এর আগে ২৯ ও ৩০ মে ৭বার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। ওই দিন একটি ভবনও খানিকটা হেলে পড়ে। ফলে নগরীর ঝুঁকিপূর্ণ ৬টি মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ঝুঁকির তালিকায় থাকা অন্যান্য ভবন থেকে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক কিছু পরিকল্পনা বাস্তবায়ন করলেও মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে নগর কর্তৃপক্ষ। এদিকে, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় কাজ করছে দুর্যোগ মোকাবিলায় গঠিতে একটি বিশেষ সেল। নগরভবনে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম, জরুরি সেবা নিশ্চিতে চালু হয়েছে হটলাইন।
																			
																		














