এক মেয়রের বরাদ্দ করা দোকান অন্য মেয়রের অবৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
এক মেয়রের বরাদ্দ করা দোকান অবৈধ ঘোষণা করলেন অন্য মেয়র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নীলক্ষেত তুলার মার্কেটে উচ্ছেদ অভিযান চালাকালে এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা। আর অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাত্র ৩৫ টি দোকানের অনুমোদন থাকলেও, অবৈধভাবে গড়ে উঠেছে ১৮৭টি।
রাজধানীর নীলক্ষেত তুলা মার্কেটের অবৈধ অংশে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার সকাল থেকে দিনভর চলে এই উচ্ছেদ অভিযান।
ব্যবসায়ীরা জানান, ১৯৫৪ সালে গড়ে ওঠা এই মার্কেটে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারা। পরবর্তী ২০১২ সালে সিটি করপোরেশন থেকে আরো ১৮৭টি দোকান নির্মাণের অনুমোদন নেয়া হয়।
তবে সিটি করপোরেশনের দাবি, এই অনুমোদন অবৈধ। যে কারণে তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
সটঃ মো. মুনিরুজ্জামান, সম্পত্তি কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অবৈধভাবে গড়ে তোলা দোকান মালিকদের বিরুদ্ধে সিটি করপোরেশন আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।





















