এক বছর সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে সংশোধনের সুযোগ দিয়েছে আদালত

- আপডেট সময় : ০২:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৮২৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় মাদক মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে সংশোধনের সুযোগ দিয়েছে আদালত। এ সময় তাকে পাঁচটি শর্ত পালনের আদেশ দেয়া হয়েছে। সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটটের দ্বিতীয় আদালতের এমন আদেশে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে জেলায়।
পচিশ বছরের তরুণ হাসান আলীকে মাদকসহ আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। আদালতে অভিযোগ প্রমানিত হওয়ার পর দেখা যায়, এটিই তার জীবনে প্রথম ফৌজদারি মামলা। প্রথম অপরাধ, আসামীর বয়স, দুটি শিশু সন্তান ও পরিবারে বৃদ্ধ মাতা-পিতার কথা বিবেচনা করে আসামিকে এক বছরের সাজা দেয় আদালত। তবে, কারাগারে না পাঠিয়ে বাড়িতে সংশোধনের সুযোগ দিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের আদালত।
মাদক সেবন এবং খারাপ সঙ্গীর সাথে মেশা যাবেনা। প্রবেশনকালে ১০টি গাছ রোপন, পিতা-মাতার সেবা ও সপ্তাহে কমপক্ষে একদিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। এসব শর্ত ভাঙ্গলে আবারও তাকে কারাগারে যেতে হবে। এমন ব্যতিক্রম সাজার মধ্য দিয়ে আসামিদের সংশোধনের পাশাপাশি আদালতের প্রতি শ্রদ্ধা বাড়বে বলে মনে করেন, সাতক্ষীরার সাধারণ মানুষ।
সংশোধনের সুযোগ পেয়ে খুশি সাজাপ্রাপ্ত আসামী হাসান আলী। এই আদেশ দেয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাজা তদারকির দায়িত্ব দেয়া হয়েছে জেলা সমাজসেবা অফিসের প্রবেশনাল অফিসারকে। তিন মাস পর পর আদালতে এ বিষয়ে রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে আলোচিত এই আদেশে।