এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি বাদলকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি বাদলকে ঢাকার কামরাঙ্গীচর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, একই মামলার অন্য আসামি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে রেব।
এদিকে, ফেসবুক থেকে এই ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার ৩২ দিন পর গতকাল সকালে গৃহবধূকে নির্যাতনের ঐ ভিডিও ফেসবুকে প্রকাশের পর তা ভাইরাল হলে টনক নড়ে সবার। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আব্দুর রহীমকে আটক করে পুলিশ। আটককৃত এখলাছপুর ইউনিয়নের পূর্ব এখলাছপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে জেলা পুলিশের ৫টি ইউনিট মাঠে কাজ করছে।