একে একে সব অপকর্ম প্রকাশ পাওয়ায় সরকারের মৃত্যুঘন্টা ঘনিয়ে এসেছে : মান্না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
একে একে সব অপকর্ম প্রকাশ পাওয়ায় সরকারের মৃত্যুঘন্টা ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
সকালে জাতীয় প্রেসক্লাবে ৮ পেশাজীবীর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জ্বালানীসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না আনতে পারলে সরকারকে শ্রীলঙ্কার মতো ক্ষমতা ছেড়ে পালাতে হবে বলে মনে করেন তিনি। রাষ্ট্রের নিরাপত্তায় এবং বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারত ও আমেরিকার দ্বারস্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন মান্না। সরকারের পদত্যাগের দাবিতে আগামী ২৭ আগষ্ট ঢাকা মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।