একশ’ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মাগুরা-ফরিদপুর মহাসড়কের ওয়াপদা এলাকা থেকে একশ’ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গেলরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাগুরা-ফরিদপুর মহাসড়কের ওয়াপদা এলাকায় অভিযান চালায়। এ সময় একশ’ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- মাগুরা শহরের ভায়না এলাকার মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম এবং ফরিদপুরের কামারখালী গ্রামের সাইদ খন্দকার। ঈদ উপলক্ষে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রির জন্য এ মাদক আনা হচ্ছিল বলে জানায় পুলিশ।