একবারের বেশি ভেজাল ওষুধ পাওয়া গেলে, মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
কোনো প্রতিষ্ঠানে একবারের বেশি ভেজাল ওষুধ পাওয়া গেলে, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সকালে মেয়াদ উত্তীর্ন ওষুধের বিপনন বন্ধের শুনানিতে এ নির্দেশ দেন। পাশাপাশি বিশেষ সুবিধা দিয়ে চিকিৎসকদের মানসিকতা নষ্ট না করতে ওষুধ শিল্প সমিতিকে নির্দেশ দেয় উচ্চ আদালত। এসময় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাজা অপ্রতুল হওয়ায় মোবাইল কোর্টের দণ্ডে টনক নড়ে না ভেজাল ওষুধ ব্যবসায়ীদের; বরং তারা রক্ষা পায়। তবে গেল ৩ মাসে বাজার থেকে প্রায় ৩৪ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলে হাইকোর্টকে জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। আগামী ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত।