একদিন বিরতি দিয়ে নিউজিল্যান্ডে আবারও অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
একদিন বিরতি দিয়ে নিউজিল্যান্ডে আবারও অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়েতে নিজেদের ঝালিয়ে নেয় মমিনুলের দল।
টানা অনুশীলন শেষে ক্রাইস্টচার্চ থেকে শনিবার প্রথম টেস্টের ভেন্যুতে পৌঁছায় বাংলাদেশ। সেখানে রোববার লম্বা সময় অনুশীলন করে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই প্রস্তুতি সারেন তারা। তবে, ব্যাটিংয়ে আলাদা নজর ছিলো সফরকারীদের। লম্বা সময় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক-ইয়াসির আলী রাব্বিরা। এদিকে, করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ২৮ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।