একদিন পরেই মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

- আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের পণ্য প্রদর্শনী ও বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা হিসেবে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কাল পহেলা জানুয়ারি সকালে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।আর মাত্র একদিন পরেই মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
এবার মেলা প্রাঙ্গণে ভিতর ও বাইরে ছোট বড় মিলে সর্বমোট ২২৫টি প্যাভিলন ও ষ্টল থাকছে। নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমির খসরু জানান, এক জানুয়ানি থেকে নতুন ঠিকানায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, ৯০০ অধিক পুলিশ মেলা প্রাঙ্গণে মোতায়ন করা থাকবে। দর্শনার্থীদের গাড়ির পার্কিং সুবিধার্থে, রেব, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার ছাড়াও সাদা পোশাকে সব বাহিনীর লোক কাজ করবেন।আজ রাতের মধ্যেই আমাদের প্যাভিলিয়নের সব কাজ শেষ হয়ে যাবে।