একদিনে ১৫ জেলায় নতুন করে মোট ৩৬৬ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, মৌলভীবাজার, পিরোজপুর ও নেত্রকোনাসহ ১৫ জেলায় নতুন করে মোট ৩৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৬১ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
নোয়াখালীতে ২৪ ঘন্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন।
গাজীপুরে নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৬১ জনের করোনা শনাক্ত হলো।
বগুড়ায় একদিনে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নেত্রকোনায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১শ’ ৯৯ জনের করোনা পজেটিভ হয়েছে।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় চিকিৎসকসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মানিকগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।
মৌলভীবাজারে ৪ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
পাবনায় নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩১ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন সিভিল সার্জন।
দিনাজপুরে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২০ জন।
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় আরও ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
পিরোজপুরে একই পরিবারে ৪ জনসহ একদিনে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৩ জন করোনায় আক্রান্ত হলেন।
এছাড়া ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ১ জন, যশোরে ১ জন, কুড়িগ্রামে ১ জন ও মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।