একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

- আপডেট সময় : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়। এই অবৈধ সরকারই বড় বাধা। তারা গণতন্ত্রের মূলকণ্ঠকে স্তব্ধ করতে চায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, দেশের মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। এক দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের জনগণকে আন্দোলনে নামার আহবান জানান বিএনপি মহাসচিব।
বিএনপির চেয়ারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে দেশব্যাপি বিভাগীয় সমাবেশসহ চলছে বিভিন্ন কর্মসুচি। চলমান এই কর্মসূচীর অংশ হিসেবে সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল মৌন মিছিল করে। এতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
তবে পুলিশি বাধায় মৌন মিছিল করতে না পেরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আইন নয়, বাধা হল সরকার। কারণ বেগম খালেদা জিয়া সুস্থ্য হোক সরকার তা চায় না।
সরকার দেশের মানুষকে মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে আন্দোলনে নামার আহবান জানান মির্জা ফখরুল।
সমাবেশ শেষে আবারো মিছিল করতে গেলে আবারও বাধা দেয় পুলিশ।