একদলীয় শাসন কায়েমে সরকার আবার পাঁয়তারা শুরু করেছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমে নতুন করে আবার জোরেশোরে পাঁয়তারা শুরু করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবীদের সমাবেশে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ইভিএম নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে আওয়ামী লীগ। কারণ এটি ছাড়া তারা ক্ষমতায় যেতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও সুশাসন ধ্বংস করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও জানান মির্জা ফখরুল।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম, বিদ্যুত বিপর্যয়, গ্যাসের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক নেতাদের ওপর নির্বিচারে গুলি ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করে সম্মলিত পেশাজীবী পরিষদ।
এসময় নেতারা বলেন, আগামীতে দলীয় সরকারের অধিনে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণের আন্দোলনে ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জালিয়াতি করে ক্ষমতায় যেতে ইভিএম চায় সরকার।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক খালি করে বাহাদুরি দেখিয়ে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে নিজেরাই এখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে ধর্ণা দিচ্ছে ।
এদিকে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিবসহ দলের নেতাকর্মীরা।
জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে, আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা ।
সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।