একটি দু:সহ অবস্থা মোকাবিলার সাময়িক ব্যবস্থা হিসেবেই বাকশাল গঠন করেছিলো বঙ্গবন্ধু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
একটি দু:সহ অবস্থা মোকাবিলার সাময়িক ব্যবস্থা হিসেবেই বাকশাল গঠন করেছিলো বঙ্গবন্ধু।
শুক্রবার রাজধানীর বনানীতে যুবলীগ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গব্ন্ধুর বাকশাল প্রসঙ্গে এ কথা বলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সে সময়ের বিশ্ব পরিস্থিতিতে এ ধরনের নিয়ন্ত্রণমূলক ও স্থিতিশীল পরিবেশ তৈরি পদক্ষেপ নেয়া ছিলো মানবিকতার পথ প্রদর্শন। দেশের সকল জনগনকে সঙ্গে নিয়ে একটি নব বিপ্লব সূচনার মাধ্যমে এগিয়ে যাবে প্রগতিশীল যুবসমাজ, এমন প্রত্যাশার কথাও জানান যুবলীগ চেয়ারম্যান।