একটি গোষ্ঠী বিদেশী মদদে দেশে অস্থিরতা তৈরীর অপচেষ্টা চালাচ্ছে : নওফেল

- আপডেট সময় : ০১:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিদেশী মদদে দেশে অস্থিরতা তৈরীর অপচেষ্টা চালাচ্ছে। তাদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিকেলে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইসকনের আয়োজনে বের হয় বিশাল ধর্মীয় রেলী।
কুমিল্লায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পূঁজা, কীর্তন আরোথি, যোগসহ ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।বিকেলে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহারউদ্দিন বাহার এমপি।
গাজীপুর শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব। হাজারো পূণ্যার্থী ভক্তি সহযোগে রথ টান দিয়ে নিয়ে যায়। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়।