একই ধরনের মামলায় ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জামিন পেয়েছেন: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
একই ধরনের মামলায় খালেদা জিয়া না পেলেও, ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জামিন পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বিভাগ তার স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে বলে আশা করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, খালেদা জিয়ার জামিন পাওয়ার সব ধরনের ভিত্তি থাকলেও, সরকারের নির্দেশে দেয়া হচ্ছে না। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
গত দু’বছর ধরে আদালতে খালেদা জিয়ার জামিনের জন্য চেষ্টা করে যাচ্ছে বিএনপি। একইসঙ্গে, নানা রাজনৈতিক কর্মসুচিও দিচ্ছে তারা। এর বাইরে সম্প্রতি প্যারোল নিয়েও কথা বলছেন কেউ কেউ।জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, উচ্চ আদালত এবার সঠিক রায় দেবে।দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্য এক অনুষ্ঠানে অভিযোগ করেন, আইন অনুসারে জামিন পাওয়ার অধিকারী হলেও খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না।অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য পরিকল্পনা করে এগুতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তারা।