এই সরকারের আমলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়

- আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এই সরকারের আমলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। স্পর্শকাতর বিষয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে চাইছে, দাবি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে মির্জা আব্বাস বলেন, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত রাজনৈতিক ষড়যন্ত্র করেই চলেছে। এই সরকার ধর্মীয় সম্প্রীতি চায়না। নিজ স্বার্থে সরকার বাংলাদেশকে অস্থির করে রেখেছে। এদিকে, সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক সহিংসতা ও কুমিল্লার ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে গয়েশ্বর বলেন, মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানির ষড়যন্ত্র করছে সরকার। ক্ষমতায় টিকে থাকায় হীনচেষ্টা চলছে। হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করার কোনো উদ্যোগ নেই উল্লেখ করে গয়েশ্বর বলেন, এখনও আতঙ্ক কাটেনি, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এখনও হামলা চলছে।