ঋণের নামে অর্থ লোপাটকারীদের শাস্তি চান বিশেষজ্ঞরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
অর্থনীতি পুনরুদ্ধারে আর্থিক খাত, রাজস্ব এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. সায়মা হক বিদিশা।
রাজধানীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গে গণতান্ত্রিক পুনর্গঠনে আয়োজিত সংলাপে বক্তারা বলেন, দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে এখনো জনগণকে মুক্ত করা যায়নি। বাজার সিন্ডিকেট ভাঙতে অন্তবর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন উপস্থিত অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এসময় ঋণের নামে অর্থ লোপাট ও পাচারকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন বলে জানান তারা।