উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিভারপুলের বিদায়

- আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রানার্স-আপ–টটেনহামের পর এবার চ্যাম্পিয়ন লিভারপুলের বিদায়। অ্যানফিল্ডে শেষ ষোল’র দ্বিতীয় লেগে অলরেডদের ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টার সাথে শেষ আটে পা রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
অঘটন নাকি ভাগ্যের পরিহাস?। ৬৬ ভাগ বল দখল। গোল মুখে ৩৪ শট কিংবা অ্যানফিল্ডে শেষ ৪৩ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড। চেনা দুর্গে এসব কিছুই কাজে আসেনি লিভারপুলের। একদিনের ব্যবধানে রানার্স-আপ টটেনহামের পর চ্যাম্পিয়নদের বিদায়। অলরেডদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের ১-০ গোলের ব্যবধানটা প্রথমার্ধেই বাড়াতে পারতো সফরকারীরা। কিন্তু পারেননি দিয়েগো কস্তা। এরপর দৃশ্যপটে শুধুই লিভারপুল। সালাহ-ফিরমিনোদের একের পর এক আক্রমণ গোল মুখে। তবে, ভাগ্য আর গোলরক্ষকের কাছে হার মেনেছেন সবাই।
তবে, ৪৩ মিনিটে অপেক্ষার অবসান। লিভারপুলের হয়ে ডেড লক ভাঙ্গেন উইজনালডম। দ্বিতীয়ার্ধেও অপ্রতিরোধ্য লিভারপুল। আগ্রাসী চেম্বারলাইন-সাদিও মানেরা। কিন্তু সবই ম্লান ওই এক গোলরক্ষক ওবলাকের কাছে। দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময় পর্যন্ত ১-১ সমতায় থাকায়–অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে লিভারপুলকে শুরুতেই লিড এনে দেন রবার্তো ফিরমিনো। ম্যাচের নাটকীয়ত তখনও বাকি। ৮ মিনিটের ব্যবধানে সব হিসেব বদলে দেন মার্কোস লরেন্তে। জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে দুই লেগে লিভারপুলের হার নিশ্চিত করেন আলভারো মোরাতা।
ভরা অ্যানফিল্ডে যা পারেনি লিভারপুল, দর্শক শূন্য স্টেডিয়ামে তাই করে দেখিয়ে প্যারিস সেইন্ট জার্মেই। নেইমার আর বার্নেটের কল্যাণে ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে, প্রথম লেগের ২-১ গোলের হারের প্রতিশোধ নিয়েছে ফরাস চ্যাম্পিয়নরা।