উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে বড় দলগুলো

- আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে বড় দলগুলো। বিগ ম্যাচে লড়বে ইন্টার মিলান-রিয়াল মাদ্রিদ।আরেক ম্যাচে নকআউট নিশ্চিত করতে আটালান্টাকে আতিথ্য দেবে লিভারপুল। মুখোমুখি হবে বায়ার্ন-সালজবুর্গ, এ্যাথলেটিকো মাদ্রিদ-লোকোমোটিভ মস্কো। সবগুলো ম্যাচ শুরু হবে রাত ২টায়। এর আগে, ১১ টা ৫৫ মিনিটে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ অলিম্পিয়াকোস।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে একেবারেই নড়বড়ে অবস্থা দুই ফেভারিট রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলানের। বি গ্রপে এই দুই হেভিওয়েড দল থাকা সত্বেও লিড করছে মুনশেন গ্ল্যাডবাখ আর শাখতার দোনেস্ক। গ্রুপ পর্বের ফিরতি লেগে মুখোমুখি হবার অপেক্ষায় দুই জায়ান্ট। যেখানে রিয়ালের আত্মবিশ্বাস প্রথম লেগে বার্নাব্যুতে ৩-২ এর জয়।
তবে কম কোথায় ইন্টার? সান সিরোতে তারা যে কখনই হারেনি লসব্ল্যাঙ্কোদের বিপক্ষে। সেই সাথে দলটার প্রেরণা, অবশেষে জয়ের ধারায় ফেরা। টানা চার ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে পিছিয়ে পড়েও তুরিনোকে হারানো স্বাগতিকদের অনুপ্রাণিত করবে নি:সন্দেহে। দুদলের শেষ ১০ দেখায় ৫ জয়ে এগিয়ে ইন্টার, রিয়াল জিতেছে চারটা অপরটা ড্র। কোভিড আক্রান্ত দল নিয়ে চিন্তিত ইন্টার বস কন্তে। কেননা আলেকজান্ডার কোলারভ আর মার্সেলো ব্রোজোভিচ থাকছেন না এ ম্যাচে।
তবে সফরকারিদের দুশ্চিন্তা আরো বেশি। রক্ষণের ত্রাতা, দলের অধিনায়ক সার্জিও রামোস চোটে…খেলার সম্ভাবনা ক্ষীণ। সেই সাথে জয়ের স্বাদ যেনো ভুলে গেছে মাদ্রিদ জায়ান্টরা। লিগে সবশেষ দুই ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরাজয়ের পর , ড্র করেছে ভিয়ারিয়ালের বিপক্ষে। এ ম্যাচে ফেরার অপেক্ষায় করিম বেনজামা।
ইতিহাস গড়ে রিয়াল সান সিরো জয় করলে, অনেকটা বিদায় নিশ্চিত হবে মিলানের দলটার। গ্রুপের তিন ম্যাচে দুই ড্র আর এক হারে তাদের অর্জন মাত্র ২ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রিয়াল।
অ্যানফিল্ডে আটালান্টাকে আতিথ্য দেবে লিভারপুল। জিতলেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হবে অলরেডদের। আটালান্টার সঙ্গে সবশেষ দেখায় ৫-০-র বড় জয় ক্লপের দলের প্রেরণা। কোভিড আক্রান্ত ফরোয়ার্ড মোহামেদ সালাহ সুস্থ, যোগ দিয়েছেন দলের অনুশীলনে, অপেক্ষা শুধু ম্যাচে নামার।
২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচ জয়ের অপেক্ষায় অলরেডস। তবে শঙ্কাও আছে, আসরে নিজেদের সবশেষ ৩ অ্যাওয়ে ম্যাচে জয় সঙ্গী আটালান্টার।