উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা
- আপডেট সময় : ০৮:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। এদিকে, বেনফিকার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সরাসরি শেষ ষোলোয় খেলবে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের চার মিনিটে ভিক্তর দাদাসনের গোলে এগিয়ে যায় কোপেনহেগেন। গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতি যায় সফরকারীরা। বিরতি থেকে ফিরে শুরুতেই ম্যাচে ফেরে কাতালানরা। লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন লেভানডোভস্কি। এরপর ৬০ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন ইয়ামাল। ৯ মিনিট পর পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ম্যাচের ৮৫ মিনিটে ফ্রি কিকে গোল করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। আট ম্যাচে পাঁচ জয় ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বার্সেলোনা।
























