উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে চেলসি ও জুভেন্টাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে চেলসি ও জুভেন্টাস। শেষ ষোল’র প্রথম লেগের ম্যাচে রাত ২টায় লিলের মুখোমুখি হবে চেলিস। একই সময় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস।
গ্রুপ রানার আপ হয়ে শেষ ষোলতে জায়াগা করে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে লিলে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের দুই দেখায় দুটিতেই জয় চেলসির। তাই ম্যাচে ফেভারিট হয়েই খেলতে নামবে ব্লুজরা। রাতের অন্য ম্যাচে জুভেন্টাসকে আতিথ্য দেবে ভিয়ারিয়াল। অতীত পরিসংখ্যান এগিয়ে রাখবে স্প্যানিশ ক্লাবটিকে। শেষ ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে আত্মবিশ্বাসী ভিয়ারিয়ালের। যদিও পরিসংখ্যান নয় জয়ের জন্যই নামবে জুভেন্টাস।










