উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতেও রয়েছে ৮টি ম্যাচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতেও রয়েছে ৮টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো বড় দলগুলো। ঘরের মাঠে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে বার্সেলোনা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময় রেনের মোকাবেলা করবে ইংলিশ ক্লাব চেলসি। বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ক্লাব বুর্গের বিপক্ষে। পিএসজি মোকাবেলা করবে লাইপজিগের বিপক্ষে। আর জুভেন্টাসের প্রতিপক্ষ ফেরেঙ্কভারোস। দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে এক জয় এক হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে জুভেন্টাস।