উৎসে কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনলো এনবিআর

- আপডেট সময় : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আয়কর খাত উৎসে কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে উৎসে কর।এ পদ্ধতি চালু হওয়ায় রাজস্ব ফাঁকি কমবে; বাড়বে আদায়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এ কথা বলেন।
স্বয়ংক্রিয় পদ্ধতি ইটিডিএস কর আদায়ে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে উৎসে কর মোট আয়করের ৬০ ভাগ। অটোমেশন কার্যকর হওয়ায় উৎসে কর আদায় বেড়ে ৮৫ ভাগ হবে। তিনি বলেন, রিফান্ড ব্যবস্থায় বড় ধরণের জটিলতা আছে। এতে স্বচ্ছতা নিশ্চিত করার আহবান জানান তিনি। এ সময় এনবিআর চেয়ারমান বলেন, অটোমেশন সিস্টেম চালু হওয়ার ফলে ট্যাক্স আদায়ে গতি বাড়বে। স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে উৎসে কর খাতে বিপুল পরিমাণ কাগজপত্র ও এর সঙ্গে সংযুক্ত চালান জমা দিতে দুর্ভোগ পোহাতে হবে না।