উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে

- আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ভোট দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন। জয়ের ব্যাপারে তারা দু’জনই আশাবাদী। তবে তৈমুর অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। অন্যদিকে আইভী জানান, ইভিএমের কারণে ভোট গ্রহণ ধীরগতি দেখা যাচ্ছে।
উৎসব মুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শতভাগ ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকেই সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। দিনের শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের আগমন। রূপ নেয় ভোট উৎসবে।
তবে, ইভিএমে ভোট দিতে সমস্যায় পড়েন বয়স্কদের। সকালে নির্বাচনের শুরুতেই ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে অভিযোগ তোলেন, কয়েকটি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।
এদিকে ভোট দেওয়ার আগে বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন ডা. সেলিনা হায়াত আইভী। দেওভোগের শিশুবাগ স্কুলে ভোট দিতে যান বেলা সাড়ে দশটা নাগাদ। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাকেই বিজয়ী করবেন। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত গোলযোগের কোন খবর পাওয়া যায়নি।
২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনের মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। সাত মেয়র প্রার্থী বাদে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।