উৎসবমুখর পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে

- আপডেট সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, উৎসবমুখর পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে, সিটি নির্বাচনের বিষয়ে কথা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটাররা স্বত:স্ফুর্তভাবে অংশ নেবেন। সিটি নির্বাচন নিয়ে বিদেশী কূটনৈতিকদের আচরণের সমালোচনা করেন তিনি। নির্বাচনকে বাধাগ্রস্থ করতে বাইরের লোক ঢাকায় এনে, বিএনপি সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন মাহবুব উল আলম হানিফ।