উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ

- আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বেড়েছে। ঢাকার দুই সিটিতেই ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২ জন করে মোট ৫ হাজার ১৫ জন সদস্য অবস্থায় অবস্থান করছেন। দুই সিটি মিলিয়ে ভোটার আছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। আর মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পাদে প্রার্থী সাড়ে সাতশ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্বে আছেন। এছাড়া মাঠে টহল দিচ্ছে ৬৫ প্লাটুন বিজিবি। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত আছে। মোট চার দিন তারা নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এদিকে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভোটার উপস্থিতি কম বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। উত্তরা আইইএস কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।