উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন। এখন চলছে ভোট গণনা।
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিএসইসি’র ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন, সহ-সভাপতি পদে লড়ছেন ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন আর যুগ্ম সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের জন্য লড়ছেন ১৩ জন। সংগঠনটির মোট ভোটার এক হাজার ১২৯ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।










