উৎপাদিত পণ্য ই-কমার্সের মাধ্যমে বিক্রিতে সহায়তা দিতে এসএমই ফাইন্ডেশনকে নির্দেশ

- আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে শিল্প উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে দিতে উৎপাদিত পণ্য ই-কমার্সের মাধ্যমে বিক্রিতে সহায়তা দিতে এসএমই ফাইন্ডেশনকে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্প নির্দেশনা প্রদান সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।
দেশে পর্যাপ্ত চিনি মজুদ রয়েছে জানিয়ে রমজান উপলক্ষে দেশের সব সুপার শপ ও দোকানে চিনি পৌঁছে দিতে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি করোনার পর খাদ্য ঘাটতি যেন না হয় সেজন্য খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান শিল্পমন্ত্রী। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের কাছে ইউরিয়া সার পৌঁছে দেয়ার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও এরসাথে জড়িত শ্রমিকদের লকডাউনের আওতামুক্ত রাখার পরামর্শ দেন শিল্পমন্ত্রী।