উৎপাদন বাড়লে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন দেয়া যাবে : ভারতীয় হাইকমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করা হচ্ছে, উৎপাদন বাড়লে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন দেয়া যাবে। বাংলাদেশের মত গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এমন মন্তব্য করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শুক্রবার ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, কোভিডের মধ্যেও গত এক বছরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। ভারতের মতো বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদসহ অনেকে।