উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৯১১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি। ন্যু-ক্যাম্পে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে একই সময়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। সম্প্রতি মাঠের খেলায় দারুন সময় পার করছে বার্সা। নিজেদের শেষ ছয় ম্যাচেই জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। এছাড়া প্রথম লেগের জয়ে এ ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বার্সা। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় মানসিকভাবেও এগিয়ে কাতালানরা। এ ম্যাচ ড্র করতে পারলেই নিশ্চিত হবে বার্সার সেমিফাইনাল। এদিকে ঘরের মাঠে প্রথম লেগে হেরে কিছুটা ব্যাকফুটে পিএসজি। শেষ চার নিশ্চিত করতে তাই এ ম্যাচে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে দলটিকে।