উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই
																
								
							
                                - আপডেট সময় : ০১:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬১০ বার পড়া হয়েছে
 
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। সুরসম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভারতে। এরইমধ্যে মুম্বাইতে সব কাজ বন্ধ করে শ্রদ্ধা জানাচ্ছেন চলচ্চিত্র পাড়ার সবাই। শ্রদ্ধা জানিয়ে ভারতে দুইদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সপ্তাহখানেক আগে করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছিলেন সুরসম্রাজ্ঞী। তবে শনিবার তার শারীরিক পরিস্থিতির আবার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন কিংবদন্তি এ শিল্পী। জানুয়ারির ৯ তারিখে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গীত জীবনে ৩৬টি ভাষায় প্রায় সাড়ে সাত হাজার গানে কন্ঠ দিয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত ভারতরত্ন প্রাপ্ত গায়িকা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজনীতিবিদ, খেলোয়াড় থেকে শুরু করে নানা জগতের মানুষ। শোকাহত বাংলাদেশে থাকা অগণিত ভক্ত মহল।
																			
																		















