উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিল

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা নির্বাচন কমিশন অফিসে তিনি শরণখোলা ও মোড়েলগঞ্জ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। পরে উপজেলা সদর রায়েন্দা বাজার শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন। গত ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মিলনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।