বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত

- আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও পাবনার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে প্রায় দেড়শ’ মামলা দায়ের করে এক লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গোপালগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি দলের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় গোপালগঞ্জ সদরে ৯টি আদালত ২৫ হাজার ৩শ’ টাকা, কাশিয়ানী উপজেলায় ২টি আদালত ৪৩ হাজার টাকা, কোটালীপাড়া উপজেলায় ২টি আদালত ৩৭ হাজার ৬শ’ টাকা, টুঙ্গিপাড়া উপজেলায় একটি আদালত ৫ হাজার টাকা ও মুকসুদপুর উপজেলায় একটি আদালত ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করে।
এদিকে, করোনা ভাইরাস সতর্কতায় পাবনায় আইন-শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৮১টি মামলা দায়ের করে ৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৫ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাস সতর্কতায় পাবনায় প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। এরপরও সাধারণ মানুষ মানছে না করোনা ভাইরাস সতর্কতায় সরকারী আদেশ। গেল ২৪ ঘন্টায় পাবনার ৮টি উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রাস্তায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এই জরিমানা করা হয়।