উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাগুলো একটা আরেকটার পরিপূরক হওয়া উচিত: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সমন্বিত উন্নয়ন পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাগুলো একটা আরেকটার পরিপূরক হওয়া উচিত।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংকের হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্টের উপস্থাপনা প্রত্যক্ষকালে এ নির্দেশনা দেন শেখ হাসিনা। তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় সোনারগাঁও-বুয়েট লিংকের নতুন এলাইনমেন্টে সম্মতি দেন। এছাড়া হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মূল এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই সংযোগের কারণে পুরান ঢাকা ও ধানমন্ডির বাসিন্দারা উপকৃত হবেন এবং এটি দিয়ে প্রতিদিন ঢাকার প্রায় ২০ শতাংশ যানবাহন যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় হাতিরঝিলসহ অন্যান্য জলাশয়গুলো রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।